May 17, 2022, 8:55 am

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় নিহত ১৮

Spread the love

ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাছে একটি পর্যটক শহর পেট্রোপলিসে এই প্রবল বৃষ্টিপত হয়।

রিওডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘণ্টায় ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ করছে।

রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সর্বশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা যায়, শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকানপাট। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।

কর্তৃপক্ষ বলছে, ব্যাপক বৃষ্টির আশঙ্কা আর না থাকলেও আগামী কয়েক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রাশিয়া সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের  বলসোনারো টুইটারে জানান, তিনি এই ট্র্যাজেডি সম্পর্কে অবগত আছেন।

বলসোনারো ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই সম্পর্কিত আরো খবর...
العربية বাংলা English हिन्दी