রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পূর্বপরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইউক্রেন সংকট নিয়ে এ সপ্তাহের শেষে ওই বৈঠক হওয়ার কথা ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বৈঠকটি বাতিল করেন ব্লিঙ্কেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন সামরিক আগ্রাসন শুরু হতে দেখছি। রাশিয়া যে কূটনীতির পথে একেবারেই নেই, এটা তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। ফলে এ সময়ে এমন বৈঠকে বসার কোনো কারণ আমি দেখছি না। এ ধরনের আলোচনা এখন অনর্থক।’
ব্লিঙ্কেন ও লাভরভের বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় বৈঠকে বসার কথা ছিল। ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে গত সপ্তাহে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে রুশ সামরিক আগ্রাসন শুরু হয়েছে। ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ‘ইউক্রেনকে সম্পূর্ণ পরাধীন করার’ লক্ষ্য ঘোষণা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন ঠেকাতে সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র।
ব্লিঙ্কেন আরও বলেছেন, ‘মস্কো যদি তার এ অবস্থান থেকে সরে আসে, তাহলে আমি ও আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য অনেক বেশি প্রস্তুত রয়েছি। কিন্তু রাশিয়াকে বিষয়টি নিয়ে সত্যিকার অর্থে আগ্রহ দেখাতে হবে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আমরা যা হতে দেখলাম, সেটা এমন আলোচনার সম্পূর্ণ বিরোধী অবস্থান।’
Leave a Reply