May 18, 2022, 9:42 am

‘খালি হিরোটা বদলে গেছে এই আর কি’

Spread the love

দু-এক বছর পর পর বিশেষ দিনের জন্য এক-দুটি নাটকে অভিনয় করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শেষ নাটক কাজল আরেফিন অমি পরিচালিত ‘হ্যালো বেবি’। তাহসান খানের সঙ্গে জুটি বেঁধে করা এই নাটকটি ২০২০ সালের শেষে প্রচারিত হয়। প্রায় দেড় বছর পর একই জুটি নতুন নাটকে অভিনয় করছেন। নাম ‘উই আর হাজব্যান্ড ওয়াইফ’। আজ সোমবার থেকে ঢাকার পূর্বাচলের লোকেশনে শুটিং শুরু হবে।

এ ব্যাপারে মিম বলেন, ‘আমি তো সব সময় নাটক করি না। এক-দুই বছর পরপর বিশেষ দিনের কাজ হলে দু-একটি কাজ করা হয়। এই নাটকটির প্রযোজক অনুরোধ করেছিলেন। এটি আগামী ঈদুল ফিতরের কাজ। এ কারণে কাজটি করতে রাজি হয়েছি। অবশ্য এর আগে চলতি বছরের ভ্যালেন্টাইনের জন্য একটি কাজ করতে বলেছিলেন তিনি। কিন্তু ওই সময় আমার “পরান” ছবিটির মুক্তির কথা ছিল, এ জন্য আর করা হয়নি।’

মিম বলেন, ‘বিশেষ দিনের নাটক হওয়াতে কাজটি করা। কারণ, ছোট পর্দায়ও তো আমার অনেক ভক্ত-দর্শক আছেন। তাঁরা অনেক দিন আমার কাজ দেখেন না। বিশেষ দিনের অনুষ্ঠানমালায় তাঁরাও এই কাজটি দেখার সুযোগ পাবেন। তা ছাড়া ঈদ উৎসবের কাজ করতে আমার নিজেরও ভালো লাগে।’

বিয়ের পর প্রথম প্রথম স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের গল্প নিয়ে এই নাটক। হাসতে হাসতে মিম বলেন, ‘নিজের বিয়ের পরপর, এ কারণেই কি নাটকটির নামে “হাজব্যান্ড ওয়াইফ” ব্যাপারটা রাখা হলো? বুঝলাম না। খালি হিরোটা বদলে গেছে এই আর কি। হা হা হা ।’

বেশ কয়েক বছর ধরেই বিশেষ দিনের নাটকে জুটি বেঁধে কাজ করছেন তাহসান খান ও মিম। এ ব্যাপারে তাহসান খান বলেন, ‘অনেক বছর আগে জুটি বেঁধে একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন করেছিলাম আমরা। দর্শক পছন্দ করেছিলেন। পরপর ক্লোজআপ কাছে আসার গল্প নিয়ে একটি কাজ করি। সেটাও আলোচিত হয়েছিল। এরপর থেকে বেশ কটি নাটকেই জুটি বেঁধে কাজ করা হয়েছে। দর্শকের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, মানুষ আমাদের জুটিকে পছন্দ করেন।’

‘উই আর হাজব্যান্ড ওয়াইফ’ নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশীদ। তিনি জানান, সোমবার নাটকটির শুটিং শুরু হবে। শেষ হবে মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published.

     এই সম্পর্কিত আরো খবর...
العربية বাংলা English हिन्दी