বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলার জীবনযাত্রা, সাজপোশাক হরহামেশাই আলোচনায় উঠে আসে। সব সময় সকলকে ছাপিয়ে যায় তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। এবারও একই ঘটনা ঘটল দ্য অ্যানুয়াল হ্যালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে। এবার ঊর্বশীর পোশাকের পাশাপাশি তার দাম আরও বেশি চর্চায় উঠে এসেছে।
সম্প্রতি হ্যালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অঙ্গন ঝলমলিয়ে উঠেছিল বলিউড তারকাদের উপস্থিতিতে। এই আসরে একঝাঁক বলিউড রূপসীর মধ্যে নজর কেড়েছিলেন ঊর্বশী। এই রাতে তিনি উজ্জ্বল ছিলেন ডি এল মায়ার ডিজাইন করা ডিপ কাট এবং বডি ফিটিং লম্বা স্লিট গাউনে। গাঢ় নীলরঙা এই গাউনের ওপর ছিল সোনালি জরির ফুলের কাজ।
ঊর্বশীর পরনের সুন্দর গাউনটির দাম ইতিমধ্যে প্রকাশ হয়েছে। জানা গেছে, গাঢ় নীলরঙা গাউনটির দাম সাড়ে পাঁচ লাখ রুপি। তবে এখানেই শেষ নয়, পোশাকের সঙ্গে মানানসই এক ক্লাচ হাতে তাঁকে এই রাতে দেখা গিয়েছিল। ওশিয়ানার ডিজাইন করা ক্লাচটির দাম দুই লাখ রুপি বলে জানা গেছে। ঊর্বশী হাতে প্রায় দুই লাখ রুপির ব্রেসলেট পরেছিলেন। সবমিলিয়ে প্রায় ১০ লাখ রুপির সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন এই বলিউড অভিনেত্রী, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ লাখ টাকা!
ঊর্বশীকে এর আগে একাধিকবার বহুমূল্য পোশাকে দেখা গেছে। আরব ফ্যাশন উইকে তাঁর মণি–মুক্তাখচিত সোনালি গাউন ফ্যাশন দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছিল। খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতোর ডিজাইন করা বিশেষ গাউনটির দাম ছিল ৪০ কোটি রুপি। ঊর্বশী তাঁর ফ্যাশন ও লাইফস্টাইলের জোরে আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা নজর কাড়ার মতো। নেট দুনিয়ায় অত্যন্ত সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে সম্প্রতি তাঁর ফলোয়ার্স সংখ্যা ৪৬ মিলিয়ন পার করে ফেলেছে।
শিগগিরই ঊর্বশীর তামিল ছবিতে অভিষেক হতে চলেছে। তাঁর এই ছবির বাজেট ২০০ কোটি রুপি। ঊর্বশীকে এই সিনেমায় এক আইআইটির ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। ছবিটি সায়েন্স ফিকশনের ওপর। এ ছাড়া ‘ব্ল্যাক রোজ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ঊর্বশীকে ‘ইন্সপেক্টর অবিনাশ’–এ দেখা যাবে। এই ওয়েব সিরিজে তাঁর বিপরীতে আছেন রণদীপ হুডা। ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর স্ত্রী পুনম মিশ্রর চরিত্রে ঊর্বশী অভিনয় করছেন। ওয়েব সিরিজটি দোর্দণ্ডপ্রতাপ পুলিশ ইন্সপেক্টর অবিনাশ ও তাঁর স্ত্রীর সত্যি ঘটনার আলোকে নির্মিত।
Leave a Reply