বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বলিউড নায়িকাদের সামনে এক নতুন দরজা খুলে দিয়েছেন। বিশেষত তাঁর ছবি ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’র পর এক নতুন পথের সন্ধান পেয়েছেন এ প্রজন্মের নায়িকারা। বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর তাঁদেরই মধ্যে একজন। তিনিও বিদ্যার পথের পথিক।
অভিষেক ছবি থেকে ভূমিকে দাপুটে সব চরিত্রে দেখা গেছে। এমনকি ‘টয়লেট এক প্রেমকথা’ ছবিতে অক্ষয় কুমারের মতো সুপারস্টারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। চিত্রনাট্যের প্রয়োজনে কখনো ভূমি প্রচুর ওজন বাড়িয়েছেন। আবার কখনো বা কালো রঙের প্রলেপ দিয়ে তিনি কৃষ্ণকায় নায়িকা হিসেবে পর্দায় এসেছেন। তবে আগামী দিনে তাঁকে আরও বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে। জানা গেছে, আগামী মাস থেকে তিনি অজয় বহেল পরিচালিত ‘দ্য লেডি কিলার’ ছবির শুটিং শুরু করতে চলেছেন। এ ছাড়া তাঁর ঝুলিতে উপচে পড়ছে দারুণ দারুণ সব প্রকল্প।
তাঁকে দেখা যাবে অনুভব সিনহার ‘ভিড়’, শশাঙ্ক খৈতানের ‘গোবিন্দা নাম মেরা’, অক্ষয় কুমারের সঙ্গে ‘রক্ষাবন্ধন’, সুধীর মিশ্রার ‘আফওয়াহ’, আর গৌরী খান প্রযোজিত ‘ভক্ষক’ ছবিতে। ভূমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘বধাই দো’ ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় সবার হৃদয় ছুঁয়ে গেছে। ‘বধাই দো’ ছবিতে এই বলিউড নায়িকার বিপরীতে ছিলেন রাজকুমার রাও।
ভূমি তাঁর আগামী দিনগুলো নিয়েও বেশ আশাবাদী। একটি–দুটি নয়, পরপর ছয়টা সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। ভূমি এ প্রসঙ্গে বলেছেন, ‘২০২২ মানে এ বছরটা আমার দারুণ ব্যস্ততার মধ্যে কাটবে। না, এ নিয়ে কোনো অভিযোগ নেই আমার। একসঙ্গে দারুণ সব প্রকল্প এসেছে আমার কাছে। ‘বধাই দো’ ছবির পর মনে হচ্ছে না যে এতটুকু বিরতি নেওয়ার সময় পাবো আমি। সত্যি কথা বলতে এ নিয়ে আমি একটুও ভাবি না। আমি কাজে বিশ্বাসী। কাজের মধ্যে ব্যস্ত থাকতেই ভালবাসি।’
তিনি আরও বলেন, ‘আমি একের পর এক ছয়টা সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকব। আর আমার তিনটি ছবি মুক্তি পেতে চলেছে। সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে ভালো সময় এখন। আমার সব ছবি একে অপরের থেকে একদম আলাদা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে দর্শক এসব ছবিকে ঘিরে উজাড় করে ভালোবাসা দেবেন।’
Leave a Reply