প্রতিপক্ষের হামলা ঠেকাতে রাশিয়ার পশ্চিম সীমান্তের নিরাপত্তা জোরালো করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার ( ১লা এপ্রিল) এমনটি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের টেলিভিশনে কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, কয়েকটি দেশ রাশিয়ার পশ্চিম সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এমতাবস্থায় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
পেসকভ বলেন, অবশ্যই এটি করা হবে আমাদের সুরক্ষিত করার জন্য।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে (১লা এপ্রিল) শুক্রবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। এ যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৪০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।
Leave a Reply