দিল্লির বাইরে প্রথম কোনো রাজ্য হিসেবে পাঞ্জাবে সরকার গঠন করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। অপেক্ষাকৃত ছোট রাজ্য গোয়াতেও নিজেদের ছাপ ফেলেছে দলটি। কেজরিওয়ালের আপের লক্ষ্য এবার গুজরাট জয়।
১৯৯৫ সাল থেকে গুজরাটে ক্ষমতায় বিজেপি। চলতি বছরের শেষে গুজরাটের বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান সিংকে নিয়ে আজ (২ এপ্রিল) শনিবার গুজরাটে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
দুই দিনের সফরে আহমেদাবাদে গুজরাট বিধানসভা নির্বাচনে আপের প্রচারণা শুরু করেছেন দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আজ (২ এপ্রিল) তাঁরা শবরমতী আশ্রম পরিদর্শন করবেন। এরপর দুই কিলোমিটারের একটি রোড শোয়ে অংশ নেবেন। কাল রোববার দুই মুখ্যমন্ত্রী আহমেদাবাদের স্বামী নারায়ণ মন্দির পরিদর্শনে যাবেন।
গত (৩০ মার্চ) বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে হামলা হয়েছে। বিজেপির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চার ২০০ কর্মী কেজরিওয়ালের বাসভবনে হামলা করেন। দুই নেতার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে আপ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও মান সিংকে বাড়তি নিরাপত্তা দিতে আহমেদাবাদ পুলিশ প্রধানকে আহ্বান জানানো হয়।
Leave a Reply