টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনেতা দেবের প্রেমিকা। পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় তাঁদের নতুন ছবি ‘কিশমিশ’। এ ছবির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তাঁরা। এরই মধ্যে এল বাংলা নতুন বছর। পশ্চিমবঙ্গের ক্যালেন্ডারে গতকাল (১৫ এপ্রিল) শুক্রবার ছিল পয়লা বৈশাখ। এদিন কী কী খেয়েছেন রুক্মিণী?
কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও ভালোবাসেন রুক্মিণী। বাংলা নববর্ষের প্রথম দিনে তাঁর পছন্দের সব পদ রান্না করেছেন তাঁর মা। রাতে খাবার টেবিলে ছিল শর্ষে–ইলিশ, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, চাটনি আর পায়েস। এত সব খাবার নিশ্চয়ই একা খাননি তিনি? জানতে চাইলে ‘ককপিট’ ছবির এ অভিনেত্রী বলেন, ‘দেব থাকবেন না, তা কি হয়?’
Leave a Reply