May 15, 2022, 8:18 am

১০৯ রানে জিতে সিরিজে সমতা পাকিস্তানের

Spread the love

কিংস্টন টেস্টের বড় অংশজুড়ে ছিল বৃষ্টি। চারটি সেশন নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। এর পাশাপাশি ছিল আলোকস্বল্পতা। একটা সময় মনে হচ্ছিল টেস্টটা বোধ হয় অমীমাংসিতভাবেই শেষ হবে, অপেক্ষা মিটবে ওয়েস্ট ইন্ডিজের। অনেক দিন ধরে যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা হয় না তাদের। কিন্তু পাকিস্তানি বোলিং সেটি হতে দেয়নি। সিরিজের প্রথম টেস্টে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিলেও এবার আর পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০৯ রানে হেরে গেছে তারা। ২০০৫ আর ২০১১ সালের পর আবারও ক্যারিবীয়দের সিরিজ জিততে দেয়নি পাকিস্তান।

এরপর আবারও প্রতিরোধ। এবার কাইল মেয়ার্স আর জেসন হোল্ডারের কাছ থেকে। মেয়ার্স ৫৩ বলে ৩২ আর হোল্ডার ৮৩ বলে ৪৭ রান করেন। এ জুটিতে আসে ৪৬। মেয়ার্সকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান শাহীন শাহ আফ্রিদি। হোল্ডার অবশ্য জশুয়া দা সিলভাকে নিয়ে আরও একটা ছোট জুটি গড়েন। কিন্তু দলীয় ১৯৯ রানের মাথায় হোল্ডারকে নোমান আলী ফিরিয়ে দিলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা উজ্জল হয়ে ওঠে। এরপর কেমার রোচ আর জশুয়া দা সিলভাকে ফিরিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শাহীন আফ্রিদি। মাঝখানে বৃষ্টি কিছুটা বাগড়া বাধালেও শেষ পর্যন্ত পাকিস্তানের জয়ের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published.

     এই সম্পর্কিত আরো খবর...
العربية বাংলা English हिन्दी